• পড়াশোনা ছেড়ে মোবাইল গেমে আসক্তি! বাবার বকুনির জেরে চরম পদক্ষেপ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে গেম খেলত। মোবাইল গেমে আসক্তির জেরে তুমুল বকাঝকা বাবা-মায়ের। এর জেরেই চরম পদক্ষেপ নাবালিকা পড়ুয়ার। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। তার মৃত্যুর খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অভিভাবকরা।

    সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পর ছাত্রীকে বকাঝকা করেন তার বাবা। বকুনি শুনেই আত্মঘাতী হয় সে। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেন তারা। নাবালিকার মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন বাবা-মা। বর্তমানে উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
  • Link to this news (আজকাল)