• স্কুলে টিফিন চলাকালীন মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান, গুরুতর আহত চার পড়ুয়া...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন: স্কুলের টিফিন বিরতিতে ক্লাসে বসে টিফিন করছিল চার বান্ধবী। হঠাৎই মাথায় ভেঙে পড়ল সিলিং ফ্যান। ঘটনায় গুরুতর আহত হয়েছেন চার পড়ুয়াই। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়া রাধারানী গার্লস হাইস্কুলে। আহত চার ছাত্রী রাজিকা খাতুন, রিনা খাতুন, নাজিরা খাতুন, এবং সরস্বতী মাহাতো। জানা গিয়েছে, চার পড়ুয়াই ওই স্কুলের নবম শ্রেণীর বি সেকশনের ছাত্রী। মঙ্গলবার টিফিন করার সময় হঠাই মাথায় ভেঙে পড়ে সিলিং ফ্যান। দুই পড়ুয়ার চোট গুরুতর হওয়ায় তাদের চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

    ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)