• মোহনবাগান ক্লাবের বিচারে বর্ষসেরা সমর্থক উত্তরপাড়ার টোটো চালক অজয়...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ছোট থেকেই মোহনবাগান ক্লাবের সমর্থক। তিনি মনে করেন সমর্থকদের সমর্থন ময়দানে খেলোয়াড়দের শক্তি যোগায়। তাই সুযোগ পেলেই খেলা দেখতে ছুটেছেন কলকাতায়। খেলার ময়দানে গ্যালারিতে বসে বরাবর দলের জন্য গলা ফাটিয়েছেন উত্তরপাড়ার অজয় পাশওয়ান।

    পেশায় টোটো চালক অজয় পাশওয়ান ছোট থেকেই ফুটবল পাগল। আর তাঁর কাছে ফুটবল ক্লাব বলতে একটাই মোহনবাগান ক্লাব। অনেক অভাবেও টাকা জমিয়ে মাঠে গিয়ে খেলা দেখেছেন। গলা।সমর্থন করেছেন। আর যতবার অজয় খেলা দেখতে মাঠে গিয়েছেন, মাথায় করে নিয়ে গেছেন মোহনবাগানের পালতোলা নৌকা। সেই নৌকায় লেখা থাকতো দলের প্রতি ব্যক্তিগত আস্থার শ্লোগান 'শীত গ্রীষ্ম বর্ষা, মোহনবাগানই ভরসা'। মোহনবাগান দিবসের দিন মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে সম্মানিত হবেন ওই টোটো চালক অন্ধ ভক্ত। অজয় ছাড়াও ওই দিন উত্তরপাড়া শহরের বিখ্যাত ফুটবলার বিমল মুখার্জিকে মরণোত্তর সম্মানে ভূষিত করা হবে। সন্মান তুলে দেওয়া হবে তাঁর পরিবারের হাতে।
    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)