খালে ভাসছে বস্তা, খুলতেই কী দেখা গেল কলকাতার রাস্তায়? ব্যাপক চাঞ্চল্য...
আজকাল | ২৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় এক মহিলার বস্তাবন্দি পচাগলা দেহ উদ্ধার। মঙ্গলবার রিজেন্ট পার্কের এক খালে বস্তাটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ এসে বস্তাটি খোলে। সেটির থেকেই মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। মৃতার নাম, পরিচয় এখনও জানা যায়নি। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, মহিলার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে ছিল কমলা রংয়ের জামা ও কালো প্যান্ট। কমপক্ষে দুই থেকে তিনদিন আগে মহিলার মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, কে বা কারা বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছিলেন, তা ঘিরে ধোঁয়াশা রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।