• মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় শপথ নিলেন তৃণমূলের চার বিধায়ক, অধিবেশনে যোগ দেওয়ায় জট কী কাটল?...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী চার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে। এদিন বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ চার বিধায়কের শপথ নেওয়ার কথা ছিল স্পিকার বিমান ব্যানার্জির কাছে। প্রথমে শপথ নেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর শপথ নেন রাণাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। তিন নম্বরে শপথ নিতে আসেন বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর।

    শুধু দিল্লি গিয়ে বসে রয়েছেন। স্পিকার রাজ্যপালকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছিলেন। এক মাস সময় নষ্ট হয়েছে বিধায়কদের। আিন মেনেই শপথগ্রহণ হয়েছে। একনায়কতন্ত্র করে কোনো লাভ হবে না’। উল্লেখ্য, সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন মণ্ডলের শপথ নেওয়ার পর ফের তাঁদের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে বলা হয়েছে, তাঁরা অসাংবিধানিক ভাবে শপথ নিয়েছেন। অধিবেশন বা বিধানসভার ভোটাভুটিতে যোগ দিলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাঁদের।
  • Link to this news (আজকাল)