• ‘হয় সাজা দিন, না হলে ছেড়ে দিন’, প্রাথমিক মামলায় আর্জি কুন্তল ঘোষের
    প্রতিদিন | ২৪ জুলাই ২০২৪
  • অর্ণব আইচ: দ্রুত বিচারের আর্জি প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। বিচারকের উদ্দেশে তাঁর মন্তব্য, “দুবছর ধরে জেলে আছি। আমরা স্পিডি ট্রায়াল চাই। হয় সাজা দিয়ে দিন, না হলে ছেড়ে দিন।” এদিকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনই চার্জ গঠন করা যাবে কিনা তা নিয়ে এখনও দ্বন্দ্বে সিবিআই। মঙ্গলবারের শুনানিতে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে।

    মঙ্গলবার বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল কুন্তল ঘোষকে। সেই মামলায় সিবিআইয়ের দাবি, তারা চার্জ গঠনের পরিস্থিতিতে আছে। ফলে চার্জ গঠন করা হোক। এদিকে দিন কয়েক আগে একই মামলাতে কলকাতা হাই কোর্টের নথিতে সিবিআইয়ের দাবি, এই মামলায় তদন্ত শেষ হয়নি। তদন্তে চলছে। সেই প্রেক্ষিতে এদিন বিচারকের মন্তব্য, তদন্ত এবং চার্জ গঠন কীভাবে একসঙ্গে চলতে পারে?

    প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ-শান্তনু ঘোষদের। অভিযোগ, তাঁরাই বৈঠক করে চাকরির দর ঠিক করত। আর সেই দর ঠিক করতে মাঝেমধ্যেই আলোচনায় বসতেন কুন্তল-শান্তনুরা। বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছিল শহরের অভিজাত কয়েকটি কফিশপ।
  • Link to this news (প্রতিদিন)