অতীশ সেন, ডুয়ার্স: আবারও নেওড়া চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ। বিগত শুক্রবার এই বাগানে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ ধরা পড়েছিল। তারপর ফের খাঁচা পাতা হলে চার দিনের মাথায় সেই খাঁচায় একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ ধরা পড়ল।
এদিন সকালে শ্রমিকরা খাঁচায় বন্দী অবস্থায় চিতাবাঘটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সেখানে ভিড় জমে যায়। বনদপ্তরের মালবাজার স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘটিকে পর্যবেক্ষণে রাখার পর সেটি সম্পূর্ণ সুস্থ রয়েছে তা নিশ্চিত হয়ে মঙ্গলবারই চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।