আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতে খাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ। ধ্বংসস্তূপে আটকে পড়েন অন্ততপক্ষে সাতজন। দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদহের মুন্সিবাজার এলাকায়। বাসিন্দাদের ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ পুরনো বাড়ির একাংশ ধসে পড়ে। এ বিষয়ে বিপজ্জনক বাড়ি ও সংলগ্ন অন্যান্য বাড়ির বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। তা সত্বেও বিপজ্জনক বাড়িতে বসবাস করছেন অনেকে।