উত্তরবঙ্গে ভারি বৃষ্টির দাপট কমল, দক্ষিণবঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি, দুর্ভোগ আর কতদিন? ...
আজকাল | ২৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে আকাশের মুখভার। গত কয়েকদিনের মতো বুধবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেলা গড়ালে আরও খানিকটা বাড়বে বৃষ্টির পরিমাণ। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ কমবে। আজ বাংলার কোনও জেলাতেই ভারি বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে উত্তরবঙ্গে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।