• পুলিশের প্রচার মানলেন না কেউ, তারকেশ্বরে চোর সন্দেহে মহিলাকে ল্যাম্পপোস্টে বেঁধে হেনস্থা গ্রামবাসীদের ...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: চোর সন্দেহে এক মহিলা'কে পোস্টে বেঁধে হেনস্থা। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বরে। প্রথমে পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই চুরির তদন্ত শুরু করে। চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটোতে চাপিয়ে গোটা গ্রামে ঘোরানো হয়। পরে একটি ল্যাম্প পোস্টে বেঁধে রেখে ওই মহিলা'কে হেনস্থা করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।

    ছবি পার্থ রাহা।
  • Link to this news (আজকাল)