• এন্টালিতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, উদ্ধার আটকে থাকা বাসিন্দারা
    বর্তমান | ২৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে বিপজ্জনক বাড়ি ভেঙে বিপত্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে এন্টালির নফর ঘোষ রোডে। সেখানে একটি পুরনো চারতলা বাড়ির বাইরের ব্যালকনি ও ভিতরের সিঁড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে আটকে পড়েন সাতজন বাসিন্দা। দমকল ও পুরসভার ডেমোলিশন স্কোয়াডের কর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করেন এবং ভগ্নস্তূপ সরানো হয়। স্থানীয় ও পুরসভা সূত্রে খবর, এদিন রাতে আচমকা ব্যালকনির একাংশের পাশাপাশি দোতলা-তিনতলার মাঝের সিঁড়িটিও ভেঙে পড়ে। ফলে, আটকে যান বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা ও ডেমোলিশন স্কোয়াড। সঙ্গে ছিল দমকল ও পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। সকলের সহায়তায় আটকে পড়া বাসিন্দাদের অক্ষত অবস্থায় বাইরে বের করা হয়। কারও আঘাত লাগেনি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পুরসভার বিল্ডিং বিভাগের এক অফিসার  বলেন, ওই বাড়িটি বহু পুরনো। ‘বিপজ্জনক’ বলে আমরা আগেই নোটিস দিয়েছিলাম। কিন্তু, মালিকপক্ষ বাড়ি মেরামত করেননি। শহরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। যার জেরে বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমান।
  • Link to this news (বর্তমান)