নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ। ওপার বাংলা থেকে কলকাতায় আসছেন মানুষজন। তবে সমস্যা পুরোপুরি মেটেনি। কলকাতায় থাকা বাংলাদেশিরা বলছেন, ইন্টারনেট পরিষেবায় সমস্যার কারণে দেশের বাড়িতে থাকা আত্মীয়দের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। দু’দেশের মধ্যে বাস পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রেও কিছু সমস্যা রয়ে গিয়েছে, এমনটাই বলছেন কলকাতার মারকুইস স্ট্রিটের ট্রাভেল এজেন্সিগুলি।
মঙ্গলবার এক বাংলাদেশি পরিবার শহর ঘুরতে বেরিয়েছিলেন। উঠেছেন মারকুইস স্ট্রিটের একটি হোটেলে। ঢাকার বাসিন্দা খায়রুজ্জামান বলছিলেন, ‘সোমবার কলকাতায় এসেছি। আসার সময় দেখলাম, ঢাকা শহরে কোনও সমস্যা নেই। আমরা নিজেদের গাড়িতে বেনাপোলে এসে দেখি পরিবেশ থমথমে। রাস্তায় পুলিস-সামরিক বাহিনী টহল দিচ্ছে। তবে আগের সেই অগ্নিগর্ভ পরিবেশ নেই।’ ওই এলাকার বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সির বক্তব্য, ‘ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাই বাস চালাতে পারছি না। কখনও কখনও কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত চালানো হচ্ছে।’
তবে সরকারি বাস চালাতে কোনও সমস্যা হচ্ছে না বলেই খবর। এদিকে, কলকাতা-ঢাকা বিমানের ভাড়া মাঝখানে ৮ থেকে ৯ হাজার টাকা হয়ে গিয়েছিল। সেই ভাড়া এখন কমে স্বাভাবিক অর্থাত্ হাজার পাঁচেকের মধ্যে এসেছে। পাঁচ বন্ধু ঢাকা থেকে কলকাতায় বেড়াতে এসেছেন। বিকেলের দিকে শহরের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ঢাকায় থাকা আত্মীয়দের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না। তাঁদেরই একজন বললেন, ‘সোমবার দুপুরের দিকে ঢাকার উত্তরা থেকে একজন আমাকে ফোন করেছিলেন। তখন কথা বলেছি। কিন্তু তারপর থেকে আর যোগাযোগ করতে পারছি না। ব্যবসার গুরুত্বপূর্ণ ফোন আসার কথা ছিল। তাও আসেনি। কিছু করার নেই, অপেক্ষায় রয়েছি।’