নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের শিবালয় গ্রামে জলাশয় ভরাটের অভিযোগ। এক্ষেত্রে সরাসরি নাম জড়িয়েছে পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূলের অঞ্চল সভাপতি অমলকুমার বিষ্ণুর। এনিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুর থানার খুব কাছেই রয়েছে কাশিমপুর পঞ্চায়েতের শিবালয় মৌজা। এই মৌজার ১৫৩৮ দাগ নম্বরে একটি পুকুর রয়েছে। জেলা ভূমিদপ্তরের কাছে ওই জমি পুকুর হিসেবেই রেকর্ড রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু সেই জলাশয়টি ভরাট হয়ে যাচ্ছে। অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি অমল বিষ্ণুর মদতে পুকুরটি ভরাট হচ্ছে। ফলে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তবে, এলাকাবাসীদের একাংশ পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে স্থানীয় পঞ্চায়েত, বিডিও সহ জেলাশাসক ও জেলা ভূমিদপ্তরে অভিযোগ জানিয়েছেন। এই বিষয়ে কাশিমপুর তৃণমূলের অঞ্চল সভাপতি অমলকুমার বিষ্ণু বলেন, কে বা কারা ওখানে মাটি ফেলেছে, আমি বলতে পারব না। তবে, পঞ্চায়েতের প্রধান মেঘনাদ দাস বলেন, অভিযোগ আমার কাছেও এসেছে। আমি প্রশাসনকে বলেছি, পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে। এ নিয়ে বারাসত ১ বিএলএলআরও অভিজিৎ নিয়োগী বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে। রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে নির্দেশ পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দপ্তর।