• চোর সন্দেহে মহিলাকে খুঁটিতে বেঁধে জিজ্ঞাসাবাদ গ্রামবাসীদের
    বর্তমান | ২৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, তারকেশ্বর: ফের চোর সন্দেহে এক মহিলাকে খুঁটিতে বেঁধে রাখার ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বরের চাঁদুর গ্রামের ভাণ্ডারীপাড়ায়। পরে পুলিস এসে মহিলা ও তার সঙ্গে থাকা নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    স্থানীয় বাসিন্দা মানসী ভাণ্ডারী জানান, মঙ্গলবার দুপুরে কাপড় কাচতে গিয়েছিলাম। এক মহিলা ও নাবালক গ্রামে ভিক্ষা করছিল। ঘর ফাঁকা ছিল। ঘরে এসে দেখি ওই মহিলা আরেকটি শিশু খাটের তলায় ঢুকে কীসব নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করতে বলে, শাক নিয়ে যাচ্ছি। পরে দেখি, আমাদের ঘর থেকে তিনটি ব্যাগ, আধার কার্ড, টাকা ও পিতলের কলসি খোয়া গিয়েছে। আমি ওদের ধরতে যেতেই মাঠ দিয়ে পালিয়ে যায়। তখন এখানকার বাসিন্দারা মাঠ দিয়ে গিয়ে চাউলপট্টি এলাকা ওদের ধরে এনেছে। কলসিটা মাঠে ফেলে দিয়েছিল, পেয়েছি। বাকি কাগজ ও টাকা কোথায় রেখেছে, পাওয়া যায়নি। সবাই ধরে এনে খুঁটিতে বেঁধে রেখেছে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সন্দেহজনক কাউকে দেখলে থানায় খবর দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তবুও এখানে দেখা গেল অন্য চিত্র। সন্দেহভাজনকে ধরে এনে খুঁটিতে বেঁধে গ্রামবাসীরা নিজেরাই তদন্ত শুরু করেন। চলে জিজ্ঞাসাবাদ। দীর্ঘক্ষণ পরে খবর যায় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরার কাছে। তিনি বলেন, খবর পেয়ে ছুটে এসে গ্রামবাসীদের মারধর না করার জন্য অনুরোধ করি। নাবালক ও মহিলাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিস মহিলা ও নাবালককে উদ্ধার করে তারকেশ্বর থানায় নিয়ে যায়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)