• স্ত্রী, শাশুড়িকে খুন করতে শার্প শ্যুটার ভাড়া যুবকের
    বর্তমান | ২৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: অস্ত্র সহ সালিশি সভায় যাওয়ার অভিযোগে দুই যুবককে শনিবার গ্রেপ্তার করেছিল বারুইপুর পুলিস। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়। ধৃত নুর হোসেনকে জেরা করে জানা গিয়েছে, স্ত্রী ও শাশুড়িকে খুন করার জন্য শার্প শ্যুটার নিয়ে এসেছিল সে। কিন্তু পুলিসি তৎপরতায় সেই ছক ভেস্তে যায়। বর্তমানে পুলিস হেফাজতে রয়েছে নুর ও তার সঙ্গী। সোমবার তাদের নিয়ে যাওয়া হয় বারুইপুরে বেলেগাছির নবপল্লিতে। যেখানে সালিশি সভার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে পুকুরের পাশে ঝোপ থেকে ফের উদ্ধার হল এক রাউন্ড কার্তুজ সহ একটি বন্দুক। পুলিস জানিয়েছে, দু’টি মোবাইলও উদ্ধার করা হয়েছে। 

    স্থানীয় সূত্রে খবর, স্বামীর বিরুদ্ধে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ তুলেছিলেন আসমিন বিবি। তা নিয়ে সংসারে শুরু হয় অশান্তি। সেই সমস্যা মেটাতে স্ত্রীর দাদুর বাড়িতে সালিশি সভা বসানো হয়েছিল শনিবার। সেখানে স্ত্রী ও শাশুড়িকে গুলি করে খুনের পরিকল্পনা করেছিল স্বামী। তার জন্য ভাড়া করে এনেছিল শার্প শ্যুটারকে। পুলিস খবর পেয়ে, দু’জনকে গ্রেপ্তার করে।  

    স্থানীয় সূত্রে খবর, জীবনতলা থানা এলাকার বাসিন্দা নুর হোসেন ফকিরের সঙ্গে আড়াই বছর আগে বিয়ে হয়েছিল সন্তোষপুরের বাসিন্দা আসমিন বিবির। আসমিনের পরিবারের অভিযোগ, বিয়ের কয়েক মাস পর থেকেই অশান্তি চলছিল। নুর অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিবাদ মেটাতে গত শনিবার বারুইপুরের বেলেগাছির নবপল্লিতে আসমিনের দাদুর বাড়িতে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। তাতে গণ্ডগোল পাকানোর জন্য নুর হোসেন কলকাতার চিৎপুর থেকে ২০ হাজার টাকা দিয়ে সাহিল খান নামে ওই শ্যুটারকে এনেছিল। 
  • Link to this news (বর্তমান)