• মা আর শিশুদের জন্য হাসপাতালগুলিতে মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির কাজ শুরু
    বর্তমান | ২৪ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: শিশু ও প্রসূতিদের বিশেষ সুবিধার জন্য হাওড়া জেলার গ্রামীণ ও ব্লক হাসপাতালগুলিতে হাওড়া জেলা পরিষদ মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির উদ্যোগ নিয়েছে। জেলা পরিষদ সূত্রে খবর, এখানে প্রসূতি ও শিশুদের চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ব্যবস্থাও থাকবে। কয়েকমাস আগেই হাওড়া জেলা পরিষদ ওই উদ্যোগ নিয়েছিল। জেলার ১৪টি ব্লক বা গ্রামীণ হাসপাতালে এই মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরি হবে। কয়েকটি ব্লকে কাজ শুরুও হয়েছে।

    স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় দেখা যায় গ্রামীণ বা ব্লক হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েন শিশু সহ মা এবং গর্ভবতী মহিলারা। রোদে বা গরমের মধ্যে তাঁদের দীর্ঘক্ষণ কষ্ট করে লাইন দিয়ে অপেক্ষা করতে হয়। এমনকী শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে গিয়েও তাঁদের সমস্যায় পড়তে হয়। কারণ হাসপাতালগুলিতে সেই ধরনের কোনও ব্যবস্থাই নেই। আর এইসব সমস্যা সমাধানের চিন্তা করেই মাদার অ্যান্ড চাইল্ড হাব তৈরির সিদ্ধান্ত হয়। জানা গিয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাবগুলিতে শিশু এবং শিশুদের মায়েদের জন্য স্পেশাল আউটডোর ক্লিনিক থাকবে। বাতানুকূল ঘরও থাকবে। সেখানে চিকিৎসক এবং নার্স থাকবেন। মনোরঞ্জনের জন্য টিভির ব্যবস্থা ছাড়াও শিশুদের জন্য খেলার সরঞ্জাম থাকবে। এছাড়াও শৌচালয় এবং শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ঘর থাকবে। এছাড়াও যেসব গর্ভবতী মহিলাদের বাড়ি স্বাস্থ্যকেন্দ্র থেকে অনেক দূরে, তাঁদের প্রসবের দুই তিনদিন আগে এখানে এনে রাখা হবে। মূলত আমতা ২ ব্লকের ভাটোরা এবং ঘোড়াবেড়িয়া চিৎনান– এই দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা খুবই সমস্যায় পড়েন। কারণ প্রসবের সময় গর্ভবতী মহিলাদের নদী পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসতে হয়। ফলে অনেকে বাড়িতেই প্রসব করিয়ে নেন। এইসব কারণেই মাদার অ্যান্ড চাইল্ড হাব করা হচ্ছে।

    এই প্রসঙ্গে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য এবং জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের প্রতি বিশেষ অনুভূতিশীল। সেজন্যই হাসপাতালগুলিতে মা ও শিশুদের সুবিধার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন ব্লক হাসপাতালে ইতিমধ্যে মাদার অ্যান্ড চাইল্ড হাবের কাজ শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)