• অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেহাল, ক্ষোভ জগৎবল্লভপুরে
    বর্তমান | ২৪ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুরের বেহাল অঙ্গনওয়াড়ি স্কুল নিয়ে স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুরের ইছানগরীর পশ্চিমপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি স্কুল আছে। দীর্ঘদিন ধরে তার যাবতীয় পরিকাঠামো বেহাল। ফলে শিশুদের সেখানে পাঠালেও চিন্তায় থাকেন অভিভাবকরা। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে দফায় দফায় জানানোর পরেও পরিকাঠামো সংস্কারের কাজ কিছুই হয়নি। অভিভাবকদের দাবি, স্কুলটি কার্যত ভঙ্গুর অবস্থায় আছে। দেওয়াল ও ছাদ যে কোনও সময় ভেঙে পড়তে পারে। সেই স্কুলেই প্রতিদিন শিক্ষার্থীদের পাঠাতে হচ্ছে। অভিভাবকদের আতঙ্ককে গুরুত্ব দিচ্ছে না প্রশাসন। ফলে ক্ষোভের পারদ আরও চড়ছে। অঙ্গনওয়াড়ি স্কুলের শিক্ষিকাদের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হয়েছে। তৃণমূলের জগৎবল্লভপুর ১ নম্বর অঞ্চল সভাপতি আজিজুল রহমান গায়েন বলেন, সমস্যা আছে, তা বাস্তব। এনিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে তিনি দ্রুত পদক্ষেপ করবেন। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)