শংকরকুমার রায়, রায়গঞ্জ: জমি দখল নিয়ে অশান্তির জেরে ফের রক্ত ঝরল। ইসলামপুরে প্রাণ গেল প্রৌঢ়ের। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাঁর নেতৃত্বে অশান্তি ছড়ানো হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ধরতে গেলে এক গ্রামবাসীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে দাবি। সবমিলিয়ে বুধবার সকাল থেকে উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামপুরের মৌলানি গ্রাম।
ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের মৌলানি গ্রামের বাসিন্দা মুজিবর রহমান (৫২)। জমি দখল নিয়ে এদিন সকাল সাতটা নাগাদ অশান্তি বাঁধে। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেখানেই লাঠি দিয়ে পিটিয়ে মুজিবরকে খুন করা হয়। দুষ্কৃতীদের ধরতে গেলে চলন্ত গাড়ি দিয়ে পিষে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মহম্মদ আলম নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল সদস্য মহম্মদ ফরাজের নেতৃত্ব এদিন হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছছে।
অশান্তি প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস বলেন,”পুলিশ তদন্ত করছে। তবে এখনও কোনও অভিয়োগ জমা পড়েনি।” তৃণমূলের গোষ্ঠীবিবাদ নিয়ে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “জমি সংক্রান্ত বিষয় নিয়ে গন্ডগোল। তবে সকলেই তো তৃণমূল।”