ডিউটি সেরে আর বাড়ি ফেরা হল না, কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের ...
আজকাল | ২৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: রাতে ডিউটি সেরে আর বাড়ি ফেরা হল না। কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম, মীর মোদাস্সর আলি। মুর্শিদাবাদের সুতি থানার মহেশাইল এলাকার বাসিন্দা ছিলেন তিনি।
হাসপাতালে যাওয়ার পথেই জ্ঞান হারান মীর। এর কিছুক্ষণ পর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।