আজকাল ওয়েবডেস্ক: দিঘায় অবশেষে দেখা মিলল ইলিশের। মৎস্যজীবীদের জালে উঠেছে প্রায় সাত টন ইলিশ। মৎস্যজীবীরা জানিয়েছেন, গত তিন–চার দিনে দিঘায় সাত টন ইলিশ ধরা পড়েছে। আরও বেশ কিছু ট্রলার ফিরছে ইলিশ নিয়ে। মোহনা বাজারের মাছ বিক্রেতাদের কথায়, ৪০০–৫০০ গ্রাম ওজনের ইলিশ এসেছে পাইকারি বাজারে। যার দর ৫৫০ টাকা। আর ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১০০০–১১০০ টাকা কেজি দরে। তবে এক কেজি ওজনের ইলিশের দর ১৫০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত উঠেছে।
অন্য বার এই সময় আরও বেশি ইলিশ ওঠে। কিন্তু এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার পর থেকেই একাধিকবার নিম্নচাপের সতর্কতার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়া নিষিদ্ধ ছিল। তার উপর সম্প্রতি উপকূলে বিমান মহড়ার জন্য দু’দফায় ৬ দিন মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যদিও সাত টন ইলিশ ওঠায় হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে।