বুজিয়ে ফেলা পুকুর খোঁড়ার কাজ শুরু করলেন চেয়ারম্যান
আজকাল | ২৪ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: পুকুর ভরাটের অভিযোগ পেয়েছিলেন। বিলম্ব করেননি। বুধবার পুর পারিষদ সদস্যকে সঙ্গে নিয়ে হাজির হলেন ঘটনাস্থলে। নিজে দাঁড়িয়ে থেকে বোজানো পুকুর খোঁড়ার কাজ শুরু করেন। বাসিন্দাদের আশ্বস্ত করেন অচিরেই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে পুকুরকে। বছর চারেক আগে বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে পীরতলা এলাকায় পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল। প্রাক্তন কাউন্সিলর শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে তৎকালীন পুর কর্তৃপক্ষ দাঁড়িয়ে থেকে সেই পুকুরটি খনন করার কাজ করে।