• মালদহে বেহাল দশা রাস্তার, জমা জলে জাল ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা ...
    আজকাল | ২৪ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাস্তার বেহাল দশা। জায়গায় জায়গায় গর্ত। বর্ষা আসলে দুর্ভোগ আরও বাড়ে স্থানীয়দের। রাস্তা মেরামতের দাবি তুললেও হয়নি সুরাহা। শেষমেশ রাস্তার জমা জলে জাল ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

    রাস্তার মেরামতের দাবিতে আজ পরাণপুর এলাকার বাসীন্দারা জোরদার আন্দোলনে নামেন। তাঁরা রাস্তায় জাল ফেলে প্রতীকি মাছ ধরে, রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। এবং রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। যদিও শেষমেশ স্থানীয় পঞ্চায়েত সদস্যরের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)