ফের অসুস্থ জ্যোতিপ্রিয় মল্লিক, মাঝরাতে হাসপাতালে প্রাক্তন খাদ্যমন্ত্রী, এখন কেমন আছেন? ...
আজকাল | ২৪ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: জেলে ফের অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। পরীক্ষানিরীক্ষার পর যদিও রাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরে যান তিনি।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তারির পর জেলে থাকাকালীন একাধিকবার অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয়। বুকে ব্যথা, রক্তচাপ কমতে শুরু করায় একবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। কিডনি ও ডায়াবেটিসের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন জ্যোতিপ্রিয়। গতকাল ফের একবার অসুস্থ হয়ে পড়েন।