সন্তোষ মিত্র স্কোয়ারেকে আইনি নোটিশ কলকাতা পুলিশের
আজকাল | ২৪ জুলাই ২০২৪
তীর্থঙ্কর দাস: মঙ্গলবার দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ৮৫ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির কাছে গেল কলকাতা পুলিশের নোটিশ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ার।
আজকাল ডট ইন-কে সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ জানিয়েছেন, 'এই বছরের পুজো নজর কাড়তে চলেছে বঙ্গবাসীর। ইতিমধ্যেই সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের কথা আমি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেছি, যা ভাইরাল'। সাধারণ মানুষের কোনওরকম অসুবিধের মুখে পড়তে হবে না বলেও জানিয়েছেন বিজেপি নেতা তথা সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম প্রধান উদ্যোক্তা সজল ঘোষ। নেতাজি ইন্ডোরে দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে বৈঠক থেকে চলতি বছর ৮৫ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেন। তবে সেই সঙ্গেই পুলিশকে সতর্ক করে বড় পুজো গুলোর আয়োজনে বাড়তি নজর দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।