• সান ফ্রান্সিসকোর ড্যানিশের চিকিৎসা চলছিল মুর্শিদাবাদে, মৃত্যুর খবর পেলেন আত্মীয়রা ...
    আজকাল | ২৫ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে চিকিৎসার জন্য এসে মৃত্যু হল এক প্রবাসী মার্কিন নাগরিকের। মৃতের নাম ড্যানিশ ব্লান্ট (দিব্য কীর্তন দাস,৭৩)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো থেকে মায়াপুরে এসে ইসকনে দীক্ষা লাভ করেছিলেন। মঙ্গলবার সন্ধে নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নিকটবর্তী জিয়াগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

    মৃত ব্যক্তির এক গুরু ভাই সনু রায় জানান, 'দিব্য কীর্তন দাস গত একমাস ধরে জিয়াগঞ্জে আমার বাড়িতেই থাকতেন। এর আগে তিনি মায়াপুরের ইসকনে থাকতেন। স্নায়ু রোগের আক্রান্ত ছিলেন তিনি। তাঁর দেখাশোনা ও সেবা করার জন্য আমি তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং তাঁদের অনুমতি নিয়ে আমার বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম।'
    ওই ব্যক্তি আরও বলেন, 'কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দিব্য কীর্তন দাস চিকিৎসা করাতেন। সম্প্রতি বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর স্নায়ু রোগের চিকিৎসা হয়েছে। গতকাল হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। কোনওরকম দেরি না করেই আমরা তাকে জিয়াগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।'
    রাধাবল্লভ নাথ নামে দিব্য কীর্তনের এক আত্মীয় জানিয়েছেন,' আমার জামাইবাবু ড্যানিশ ব্লান্ট আমেরিকার সান ফ্রান্সিস্কো শহরের বাসিন্দা ছিলেন। ভারতে এসে তিনি মায়াপুরের ইসকনে দীক্ষা লাভ করেন এবং আমার বোনকে বিয়ে করে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেন। তারপর থেকে তিনি ভারতেই থাকতেন। সম্প্রতি ব্যারাকপুরে তাঁদের একটি বাড়ি তৈরি হচ্ছিল । গতকাল রাতে আমরা তাঁর মৃত্যুর খবর জানতে পারি।'
    ইতিমধ্যেই জিয়াগঞ্জ থানার পুলিশ ড্যানিশ ব্লান্ট-এর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
  • Link to this news (আজকাল)