ধনধান্য অডিটোরিয়ামে উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানে বিপত্তি, তোরণ ভেঙে আহত একাধিক, হাসপাতালে ভর্তি ২ ...
আজকাল | ২৫ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠান শুরুর আগে দুর্ঘটনা। ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে আহত হলেন একাধিক দর্শক। যাদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন। তড়িঘড়ি করে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্মরণ সভায়।
সূত্রের খবর, ওই পথ দিয়েই মুখ্যমন্ত্রীর প্রবেশ করার কথা। বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি ফের স্বাভাবিক ছন্দে আনার চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা।