অখিল মুখার্জীকে এ জোন টিওপি, শীতল নাগকে নিয়ামতপুর ফাঁড়ি, সুশোভন ব্যানার্জীকে চুরুলিয়া ওপি, শিলাদিত্য ব্যানার্জীকে জাহাঙ্গিরি মহল্লা টিওপি, সৌমেন ব্যানার্জীকে বল্লভপুর ওপি, উজ্জ্বল কুমার সাহাকে ওয়ারিয়া ওপি , হিমাদ্রি শেখর বর্মনকে বি জোন ফাঁড়ি, লক্ষ্মীনারায়ণ দেকে দেওয়া হয়েছে কেন্দা পিপি, সুকান্ত দাসকে বরাকর পিপি ,অভিজিৎ সিংহ রায়কে বনবাহাল ওপির ইনচার্জ নিযুক্ত করা হয়েছে।অরুণাভ ভট্টাচার্য, যিনি এ জোন টিওপি-এর ইনচার্জ ছিলেন, তাকে কল্যাণেশ্বরী ফাঁড়িতে পাঠানো হয়েছে।