• মুখ্যমন্ত্রী আসার আগেই দুর্ঘটনা! ধনধান্যে অডিটোরিয়ামে ভাঙল তোরণ, জখম ২..
    ২৪ ঘন্টা | ২৫ জুলাই ২০২৪
  • সুতপা সেন: মুখ্যমন্ত্রী তখনও এসে পৌঁছননি। রাস্তায় হঠাত্‍-ই ভেঙে পড়ল তোরণ! গুরুতর জখম ২। আহতেরা ভর্তি এসএসকেএমে। দুর্ঘটনা ঘটল আলিপুরের ধনধান্যে অডিটোরিয়ামে।

    ঘটনাটি ঠিক কী? আজ, বুধবার ২৪ জুলাই। উত্তমকুমারের মৃত্যুদিন। মহানায়কের মৃত্যুবার্ষিকীতে আলিপুরের ধনধান্য়ে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে আয়োজন করেছে রাজ্য সরকার। নাম, 'উত্তম কুমার স্মরণে'। সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।

    এদিকে এই অনুষ্ঠানে উপলক্ষ্যে অডিটোরিয়ামে প্রবেশপথে লাগানো হয়েছিল তোরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন অডিটোরিয়ামে বাইরে তখন দাঁড়িয়েছিলেন অনেকেই। বিকেলে দমকা হাওয়া ভেঙে পড়ে তোরণটি। চাপা পড়েন কমপক্ষে ২০ থেকে ২৫ জন। সকলেই অল্প-বিস্তর চোট পেয়েছেন। তবে দু'জনের আঘাত গুরুতর। একজনের মাথায় আঘাত লেগেছে বলে খবর।

    স্থানীয় সূত্রে খবর, যে দু'জন আহত হয়েছেন, তাঁরা লোকশিল্পী। দক্ষিণ ২৪ পরগনা থেকে অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন তাঁরা। এরপর অডিটোরিয়ামে সমস্ত তোরণ ও ফ্লেক্স খুলে ফেলা হল। আধ ঘণ্টার পর ধনধান্য়ে অডিটোরিয়ামের পৌঁছন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (২৪ ঘন্টা)