• কন্যাদায়গ্রস্ত দুঃস্থ মায়ের পাশে মুরারই স্টার ক্লাব, ধুমধামে বিয়ে
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: মেয়ের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই। তাই কন্যাদায়গ্রস্ত বিধবা মায়ের পাশে দাঁড়াল মুরারইয়ের স্টার ক্লাব। অর্থের অভাবে আটকে পড়া কন্যাদান সম্পূর্ণ হল ক্লাব সদস্যদের উদ্যোগে। অনুষ্ঠান বাড়ি ভাড়া করে ধুমধামের সঙ্গে বিয়ে হল দুঃস্থ পরিবারের মেয়ের। যার সাক্ষী থাকল প্রায় ৩০০ অতিথি। যাঁদের কেউ পুলিস, প্রশাসনের কর্তা, কেউ অধ্যাপক। অতিথি অ্যাপায়নেও কোনও ত্রুটি রাখেননি ক্লাব সদস্যরা। 

    মুরারইয়ের ভাদিশ্বর গ্রামের বৃদ্ধা গুলসান বিবি। অনেক আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন। বাড়িতে দুই প্রতিবন্ধী ছেলে। এই বয়সে দিনমজুরের কাজ করে সংসার চালান বৃদ্ধা। তাঁর মেয়ে বছর পঁয়ত্রিশের পলি বেগমের বিয়ে ঠিক করেন উত্তর ২৪ পরগনার বরানগর গ্রামের পেশায় দিনমজুর দোস্ত মহম্মদের সঙ্গে। যদিও বিয়ে করতে আসা-যাওয়ার খরচ বাদে কিছু দাবি করেননি দোস্ত। দিনমজুর মেয়ের পরিবারের পক্ষে লোক খাওয়ানো তো দূরের কথা, সামান্য বিয়ের আয়োজনটুকু করাও সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে অবশেষে দুঃস্থ ওই বৃদ্ধার পাশে দাঁড়ান এলাকার স্টার ক্লাব। সেইমতো এলাকায় একটি অনুষ্ঠান বাড়ি ভাড়া করে ধুমধাম সহকারে বুধবার রাতে চার হাত এক করল ওই ক্লাব। আলোকসজ্জা থেকে বক্স কোনও কিছুরই অভাব ছিল না। বরযাত্রী সহ তিনশো নিমন্ত্রিতকে খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন ক্লাব সদস্যরা। মেনুতে ছিল সাদাভাত, ডাল, ভেজ কাটলেট, তরকারি,  পোলাও, বাটার পনির, চিকেন, পাঁপড়, মিষ্টি, মুখসুদ্ধি, ঠান্ডা পানীয়। 

    ক্লাবের সেক্রেটারি তথা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের বীরভূম জেলা সভাপতি কাঞ্চন হক বলেন, ওই বৃদ্ধার মনে যাতে কোনও কষ্ট না থাকে সেজন্য আর পাঁচটা বিয়ের মতোই আয়োজন করা হয়েছিল। প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে। ক্লাবের একশোর বেশি সদস্যের সাহায্যেই এই বিয়ে হয়েছে। 
  • Link to this news (বর্তমান)