• মহাদেবকে সন্তুষ্ট করতে দুর্গাপুরে মহিলাদের সবুজ চুড়ি পরার হিড়িক
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, দুর্গাপুর: শ্রাবণ মাস পড়তেই হঠাৎই সবুজ চুড়ি পরার হিড়িক পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। মহাদেব›কে সন্তুষ্ট করতে ও নিজেদের সৌভাগ্য লাভের আশায় কিশোরী থেকে মহিলারা যদিও শুধু চুড়িতেই থেমে যায়নি। সবুজ টিপ, নেলপালিস ও বস্ত্র সহ সবুজ বর্ণের নানান অলঙ্কারে মুড়ে ফেলছেন নিজেদের। সবুজ চুড়ি ও জামাকাপড় পরা ছবি সোশ্যাল মিডিয়ায় সংক্রামকের মত হু হু করে ছড়িয়ে পড়ছে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবি দেখে মনিহারির দোকান সহ জামাকাপড়ের দোকানেও ভিড় করছেন কৌতুহলীরা। তবে শ্রাবণ মাসে এই  সুবজ ধারণ নিয়ে নানা জনের নানান মত রয়েছে। আর এই হিড়িকে চলতি বছরে মনিহারির ব্যবসা তুঙ্গে উঠেছে বলে দাবি ব্যবসায়ীদের।

    জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, মহাকাল তথা মহাদেব শিবের জন্মমাস হিসেবে শ্রাবণমাস’কে উৎসর্গ করা হয়েছে। আবার বিভিন্ন পুরাণ মতে সৃষ্টিকে রক্ষা করতে সমুদ্র মন্থনে  হলাহল বা কালকূট বিষ পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। আর সেই বিষের রং ছিল গাঢ় সবুজ। বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত শুভ হিসাবে মানা হয়। মহাদেব শিবের আরাধনা ও উপাসনায় মেতে উঠেন ভক্তরা। তাই স্বামী সংসারের মঙ্গল কামনায় সবুজ রংয়ের সবকিছু ধারণ করেন মহিলারা। নিজের  মনোবাঞ্ছা পূর্ণ করতে ভক্তরা শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন থাকেন। শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহাদেবকে সন্তুষ্ট করতে কোনও ক্রটি রাখেননা ভক্তরা। তবে চলতি বছরে শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ বর্ণের পোশাক পরিধান করার দৃশ্য চোখে পড়ার মত। সবুজ চুড়ি পরাটা রীতিমতো ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে এবার। তাই সবুজ পরার আসল কারণ সকলে না জানলেও একে অপরকে দেখেই চলছে সবুজ পরার হিড়িক।

    সবুজ ধারণকারী যুবতী পূজা সেনগুপ্ত বলেন, শ্রাবণ মাস হল পবিত্র একটি মাস। আমরা এই মাসে মহাদেব শিবের আরাধনা করি ভক্তির সঙ্গে। শিবকে সন্তুষ্ট করতে ও সৌভাগ্যবতী হতে সবুজ চুড়ি পরেছি। চুড়ি ছাড়াও সবুজ টিপ, নেলপালিস ও সুবজ রঙের শাড়ি সহ নানান পোশাক পড়বো এই মাসে।মহাদেবকে সন্তুষ্ট করতে অনেকেই পড়ছে। তাই আমি এই বছর প্রথম সবুজ চুড়ি পড়লাম।

    অপর এক গৃহবধূ মিঠু সৌ বলেন, সবুজ রঙ মহাদেব শিবের পছন্দের।তাই শিবকে খুশি করতে সবুজ চুড়ি ও শাড়ি পরেছি।

    অপর এক মহিলা বানি পাল বলেন,সবার মুখে শুনছি সবুজ চুড়ি পড়লে বাড়িতে শান্তি আসে মঙ্গল হয়। তাই কিনেছি সবুজ চুড়ি।

    বেনাচিতি বাজারের মনিহারি ব্যবসায়ী বিশ্বজিৎ মন্ডল ও সন্দীপ মন্ডল বলেন, এই বছরই প্রথম সবুজ চুরির চাহিদা হঠাৎই বেড়েছে।সব ধর্মের মানুষ আসছে চুড়ি কিনতে। চুড়ির পাশাপাশি সবুজ টিপ ও নেলপলিসেরও বিক্রি বেড়েছে। প্রতিদিন প্রায় তিন হাজার সবুজ চুড়ি বিক্রি হচ্ছে।দুর্গাপুরের এক জ্যোতিষী সন্দীপ শাস্ত্রী বলেন,পুরাণ অনুসারে শ্রাবন মাসে সমুদ্রমন্থনের সময় হলাহল বা বিষ উঠেছিল। সেটা নিজের কণ্ঠে ধারণ করেছিলো মহাদেব।ওই বিষের রঙ ছিলো গাঢ় সবুজ।এই কারণেই শ্রাবণ মাসে মেয়েরা সবুজ চুরি, সবুজ পোশাক  ব্যবহার করেন।কারণ তাঁদের স্বামী’র মঙ্গলকামনার জন্য ও বিবাহিত জীবনে মঙ্গলকামনার জন্য। অনেকেই হয়তো এর সঠিক কারণটা জানেননা।এবারে ধনতেরাসে যেমন ঝাঁটা কেনার হিড়িক ওঠে। সেই রকমই অনেকেই সবার দেখে সবুজ চুড়ি পরছেন।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)