১০ বছর হয়নি রাস্তার সংস্কার নিত্য নাজেহাল গ্রামবাসীরা
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, ডোমকল: প্রায় এক দশক ধরে বেহাল রাস্তা। সেই রাস্তার অবস্থা দেখে গ্রামে ঢুকতেই চায় না বেসরকারি অ্যাম্বুলেন্স! সরকারি অ্যাম্বুলেন্স ঢুকলেও রাস্তার বেহাল অবস্থার কারণে ঝাঁকুনিতে কাতরাতে হয় প্রসূতিদের। সাগরপাড়ার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরিন্দরপাড়া মোড় থেকে বাগপাড়া জুম্মা মসজিদ পর্যন্ত প্রায় বারোশো মিটার রাস্তার এমনই বেহাল অবস্থা। নিত্যদিন নাজেহাল গ্রামের বাসিন্দারা। অভিযোগ, প্রতিবার ভোটের আগে রাস্তা তৈরির প্রতিশ্রুতি মিললেও ভোট মিটলে আর দেখা মেলে না নেতাদের! আর তাতেই বছরের পর বছর ধরে সমস্যা পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
অভিযোগ, দশ বছরের বেশি সময় ধরে ওই রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও টনক নড়েনি প্রশাসনের। এদিকে সংস্কারের অভাবে গোটা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা ভেসে উঠেছে। জায়গায় জায়গায় খানাখন্দে পরিণত হয়েছে রাস্তা। দু’-এক পশলা বৃষ্টিতেই রাস্তায় জল জমে কার্যত পুকুরে পরিণত হয়। চলাচলের অযোগ্য হয়ে ওই রাস্তা মরণফাঁদ হয়ে উঠেছে। তারপরেও সেই রাস্তা মেরামতের জন্য কোনও উদ্যোগ নেই প্রশাসনের। অথচ হাজিপাড়া, মোল্লাপাড়া সহ আশপাশের তিন থেকে চারটি গ্রামের মানুষ ওই রাস্তার ওপর নির্ভরশীল। ভোট মিটলেও রাস্তার সুরাহা না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অভিযোগ, প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কোনও কাজ হয় না। ভোটের পরে মেম্বার, প্রধান, সভাপতিদের বলেও কাজ হয় না।
মিন্টু খান নামের গ্রামের এক বাসিন্দা বলেন, ওই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। রাস্তায় বেশিরভাগ সময় জল থাকে। বেহাল রাস্তার কারণে গ্রামে বেসরকারি অ্যাম্বুলেন্স আসতে চায় না। সরকারি অ্যাম্বুলেন্স এলেও বেহাল রাস্তার কারণে ঝাঁকুনিতে কাতরাতে হয় গর্ভবতী মহিলাদের।
এন্তাজুল শেখ নামের অপর এক বাসিন্দা বলেন, দশ বছর ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়েছে। তবে গত পাঁচ বছরে তা একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তার ওপরে হাঁটুজল থাকে বেশিরভাগ সময়েই। প্রতিবার ভোটের আগে নেতারা রাস্তা তৈরি করার আশ্বাস দিলেও ভোটের পর আর তাঁদের দেখা মেলে না। আমরা চাই দ্রুত এই রাস্তার সংস্কার হোক। খয়রামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুন বিশ্বাস বলেন, ওই রাস্তার অবস্থা ভীষণ খারাপ। রাস্তাটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে পঞ্চায়েতের স্বল্প ফান্ডে ওই রাস্তা তৈরি করা সম্ভব নয়। আমরা ওই রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি। তাদের পক্ষ থেকে দ্রুত রাস্তার সংস্কার করা হবে আশ্বাস দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র