সংবাদদাতা, কাঁথি: দখলমুক্ত করার প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিকে সামনে রেখে হকারদের বিক্ষোভকে ঘিরে বুধবার ব্যাপক উত্তেজনা ছড়াল এগরা শহরে। এই ইস্যুতে এদিন শহরের ত্রিকোণ পার্কে কাঁথি-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সহস্রাধিক দোকানদার-ব্যবসায়ী। এমনকী এগরা পুরসভার মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেখানেও একপ্রস্থ বিক্ষোভ দেখান হকাররা। এগরা থানার পুলিস সামগ্রিক পরিস্থিতি সামাল দেয়। তবে তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন দোকানদার-ব্যবসায়ীরা।
উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, হকারদের সরিয়ে ফুটপাত দখলমুক্ত করতে হবে। সেইমতো উদ্যোগ শুরু করেছে এগরা পুর-প্রশাসনও। যে সমস্ত দোকানদার ফুটপাত জবরদখল করে ব্যবসা করছেন, তাঁদের এর আগে পুর-প্রশাসনের পক্ষ থেকে সরে যেতে বলা হয়েছিল। পরবর্তীকালে শহরের বেশকিছু হকার তাঁদের সামগ্রী সরিয়েও নিয়েছেন। বুধবার দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের তরফে ফের অভিযানে নামার কথা ছিল। কিন্তু তার আগেই পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন দোকানদাররা। বিক্ষোভের জেরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পাশাপাশি রাজ্য সড়কে তৈরি হয় যানজট। অবরোধের খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এলে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন দোকানদাররা। পরে পুরসভার সামনে যান তাঁরা। দোকানদারদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা কিংবা আশ্বাস দিতে হবে। তার আগে কোনওভাবে সরিয়ে দেওয়া যাবে না। তাঁদের আরও অভিযোগ, রাতের অন্ধকারে পুরসভার চেয়ারম্যানের নির্দেশে গুন্ডা পাঠিয়ে হকারদের সরে যেতে হুমকি দেওয়া হচ্ছে। চেয়ারম্যান স্বপন নায়ক বলেন, এইসব নির্দেশ আমার বা আমাদের নয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জায়গায় ফুটপাত দখল করে বসা হকার উচ্ছেদ করে দখলমুক্ত করা হচ্ছে। তবে হুমকি দেওয়ার অভিযোগ ঠিক নয়। পুরসভার পক্ষ থেকে উচ্ছেদ হওয়া দোকানদারদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু তার আগে শহরের ফুটপাত সম্পূর্ণভাবে জবরদখল মুক্ত করা হবে। -নিজস্ব চিত্র