পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রচারে পথে নামল ঘাটালের স্কুলের কন্যাশ্রী ক্লাব ও বন্ধুমহলের সদস্যরা
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, ঘাটাল: পথ নিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি। ওই কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করতে পথে নামল স্কুল পড়ুয়ারা। বুধবার ঘাটাল ব্লকের মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের কন্যাশ্রী ক্লাব ও বন্ধুমহলের সদস্যরা স্কুল সংলগ্ন বিভিন্ন এলাকায় পথে নেমে পথচলতি গাড়িচালক ও সাধারণ মানুষকে পথনিরাপত্তা সম্পর্কে সচেতন করে। কিভাবে গাড়ি চালাতে হবে, বাইক চালানোর সময় আবশ্যিকভাবে হেলমেট ব্যবহার করতে হবে, চার চাকার ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার করতে হবে, এসব ব্যাপারেই মানুষকে সচেতন করে পড়ুয়ারা।
এদিন স্কুল খোলার পর থেকে ওই স্কুলের ছাত্রছাত্রীরা বাইক ও গাড়ি চালকদের সচেতন করতে লজেন্স নিয়ে পথে বেরিয়ে পড়ে। ওই স্কুলের একাদশ প্রেণির অনু মাইতি, রিঙ্কু দাস, দ্বাদশ শ্রেণির সোনালি বেরা, স্বাথী বেরা প্রমুখ বলে, আমরা মাইকে করে পথ নিরাপত্তা নিয়ে প্রচার করি। রাস্তায় যে সব বাইক চালকের মাথায় হেলমেট ছিল না তাদের দাঁড় করিয়ে হেলমেট না-পরলে কীকী বিপদের মুখে পড়তে হবে তা বুঝিয়ে বলে তাদের হাতে লজেন্স তুলে দিই। হেলমেটহীন বাইক চালকরা পড়ুয়াদের অভিযানে ‘ধরা পড়ে’ বেশ বিব্রতবোধ করেন। ট্রাফিক আইন অমান্য করার পরও পড়ুয়াদের হাত থেকে লজেন্স নিতে গিয়ে অনেকেই প্রচণ্ড অস্বস্তিতে পড়েছিলেন বলে জানা গিয়েছে। ওই স্কুলের শিক্ষক রীতেশ পোড়ে এবং সমীরণ অধিকারী বলেন, সাধারণ পথচারীদেরও নিয়ম মেনে পথ চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। গাড়ি চালকরা যাতে গাড়ির বৈধ কাগজ, বিমা এবং দৃষণের শংসাপত্র সঙ্গে রাখেন সেই বিষয়গুলি নিয়েও প্রচার করা হয়।
ঘাটাল মহকুমার ট্রাফ্রিক পুলিস জানিয়েছে, এই ভাবে সর্বস্তরের মানুষ যদি পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করে তাহলে অবশ্যই পথ দুর্ঘটনা কমতে বাধ্য। মনশুকার স্কুলের উদ্যোগকে অভিনন্দন জানাই। ট্রাফিক পুলিস চাইবে প্রত্যেকটি স্কুলই এইভাবে এগিয়ে আসুক।-নিজস্ব চিত্র