• কাঁথিতে ওষুধের দোকানে চুরি, ধৃত
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: কাঁথিতে খদ্দের সেজে ওষুধের দোকানে চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভিনরাজ্যের এক যুবক। বুধবার কাঁথি শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দোকানে হিন্দিভাষী এক যুবক খদ্দের সেজে ওষুধ কেনার জন্য ঢোকে। ওষুধ কেনার ছলে দোকানের এক কর্মীর মোবাইল চুরি করে দোকান ছেড়ে বেরিয়ে যায়। দোকানকর্মীর অন্যমনস্কতার সুযোগে তাঁর ফোনটি তুলে নেয় যুবক। দোকানকর্মী মোবাইল ফোন দেখতে না পেয়ে সিসিটিভির ফুটেজ পরীক্ষা করেন। দেখা যায়, ওই যুবককে মোবাইল ফোন চুরি করে পালাচ্ছে। অভিযুক্তকে শনাক্ত করা হয়। থানায় জানানো হলে পুলিস তদন্তে নামে। শহরের আয়ুর্বেদ কলেজের সামনে থেকে ওই যুবককে আটক করে পুলিসের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। তবে পুলিস সেই মুহূর্তে আটক যুবকের কাছে কিছুই পায়নি। পুলিসের প্রাথমিক অনুমান, একটি বড় গ্যাং সক্রিয় রয়েছে। চুরি করার পর ওই যুবক মোবাইলটি পাচার করে দিয়েছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)