• খড়্গপুরে ডেঙ্গু প্রতিরোধে পুরসভা, রেল ও আইআইটির সমন্বয় বৈঠক
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরে ডেঙ্গু প্রতিরোধে পুরসভা, আইআইটি ও রেলের মধ্যে সমন্বয় বৈঠক হয় বুধবার। এদিন মহকুমা শাসক পাতিল যোগেশ অশোকরাও তিন সংস্থার কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করেন। ছিলেন স্বাস্থ্যদপ্তরের আধিকারকিরাও। বৈঠকে পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ সহ রেল ও আইআইটির আধিকারিকরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে শহরে কেমন কাজ হচ্ছে তা নিয়ে পর্যালোচনা হয়। বৈঠকে নিজেদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দেওয়া হয়। বৈঠকের আগে এদিন এসডিও খড়্গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। 

    এসডিও বলেন, রেল ও আইআইটিতে যদি পরীক্ষা করে কারও ডেঙ্গু পজিটিভ পাওয়া যায় তা জেলা স্বাস্থ্যদপ্তরকে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের ওখানে কেউ যদি ভর্তি থাকে তাও জেলা স্বাস্থ্যদপ্তরের নজরে আনতে হবে। তিনি বলেন, এখন ডেঙ্গুর প্রভাব খুব একটা নেই। কিন্তু পুজোর সময় হতে পারে এটা ধরে নিয়ে এখন থেকে সবরকম উদ্যোগ নিতে বলা হয়েছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের ওপর জোর দিতে বলা হয়েছে। 

    প্রসঙ্গত, পুরসভার পক্ষ থেকে প্রতিদিন কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। খোঁজ খবর নিচ্ছেন, কোথাও জল বা আবর্জনা জমে আছে কিনা তারও খোঁজ নিয়ে পুরসভাকে রিপোর্ট করছে। সেই মতো পুরসভা ব্যবস্থা নিচ্ছে। মানুষকে সচেতন করার কা‌জও করছেন পুরসভার কর্মীরা। 

    চেয়ারপার্সন বলেন, এখনও পর্যন্ত পাঁচজনের ডেঙ্গু পজিটিভ পাওয়া গিয়েছিল। এর মধ্যে তিন জনই আইআইটির। চার জন সুস্থ হয়ে গিয়েছে। যাতে কোথাও ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে তার জন্য সবরকম উদ্যোগ নেওয়া হয়েছে। পুরসভার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার জন্য রেলকেও বলা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)