সংস্কারের পর পশ্চিম মেদিনীপুর জেলার রেকর্ড রুমের উদ্বোধন
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই ধুঁকছিল পশ্চিম মেদিনীপুর জেলার মহাফেজখানা বা রেকর্ড রুম। সম্প্রতি মহাফেজখানার সংস্কার করা হয়েছে। বুধবার তারই উদ্বোধন করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদেরি। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক(ভূমি ও ভূমি সংস্কার) সুমন সৌরভ মোহান্তি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল প্রমুখ।
পশ্চিম মেদিনীপুর জেলা কালেক্টরেটের মহাফেজখানা ব্রিটিশ আমলের। জেলা প্রশাসনের সমস্ত কাগজপত্র সেখানেই সংরক্ষিত থাকে। বর্তমানে সমস্ত কাজ কম্পিউটারে হয়ে যাওয়ায় সেইসব নথি অবহেলায় পড়েছিল। মহাফেজখানার অবস্থাও জরাজীর্ণ হয়ে পড়ে। ছাদ চুঁয়ে জল পড়ত। কয়েক বছর আগে একটি বৈঠকে বিষয়টি জেলাশাসকের নজরে আনেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। তারপরেই মহাফেজখানার সংস্কারে উদ্যোগী হয় জেলা প্রশাসন।