নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: বুধবার অনুষ্ঠিত হল ঝাড়গ্রামের ননীবালা বালিকা বিদ্যালয়ের(উচ্চ মাধ্যমিক) ৭৫ বর্ষ পূর্তি। এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা, ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন সকালে স্কুলের তরফে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই শোভাযাত্রায় পা মেলান শতাধিক স্কুল ছাত্রী। স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষ্যে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠান হবে। একইসঙ্গে স্কুলের তরফে রক্তদান সহ নানা পরিবেশ বান্ধব কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলের অনুষ্ঠানের আয়োজনে প্রাক্তনীরাও এগিয়ে এসেছেন। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, স্কুলের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। স্কুলের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা।