• ২০ কিমিতে বেশিরভাগ স্পিড ব্রেকার ভাঙা পতিরাম-কুমারগঞ্জ রাজ্য সড়ক মরণফাঁদ
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: পতিরাম থেকে কুমারগঞ্জ পর্যন্ত রাজ্য সড়কের দৈর্ঘ্য প্রায় ২০ কিমি। সেই পথে অজস্র স্পিড ব্রেকারের অধিকাংশ ভেঙে উঠে গিয়ে গর্ত হয়েছে। ফলে রাতের অন্ধকারে সেগুলি যেন এখন মরণফাঁদ। অন্ধকারে ভালো করে দেখতে না পাওয়ায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। খোদ কুমারগঞ্জের বিডিও অফিসের সামনে স্পিড ব্রেকারের জায়গাটিতে বিশাল গর্ত হয়েছে। দ্রুত সেটি সংস্কারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

    দক্ষিণ দিনাজপুর জেলা পুলিসের ডিএসপি (ট্র্যাফিক) বিল্বমঙ্গল সাহা বলেন, স্পিড ব্রেকারগুলি ব্যবহার হতে হতে হয়তো উঠে গিয়েছে। বিষয়টি নজরে রয়েছে। ট্র্যাফিক হেড কোয়ার্টার থেকে স্পিড ব্রেকার আসে। সেগুলি এলেই পতিরাম ও কুমারগঞ্জের রাস্তায় লাগানো হবে।

    কুমারগঞ্জের ইছামতীর যুবক সুমন সূত্রধর বলেন, বাড়ির সামনে স্পিড ব্রেকার উঠে গর্ত হয়ে গিয়েছে। যানবাহন ঠিকভাবে যেতে পারে না। গর্ত থেকে বাঁচতে রাস্তার ধার দিয়ে বাইকগুলি যাতায়াত করে। বড় গাড়ির চালকরা গর্ত দেখতে পান না বলে জোরে যাওয়ায় বিকট শব্দ ও কম্পন হয়। এজন্য আমাদের বাড়ির দেওয়ালে ফাটল ধরছে।

    পতিরাম-কুমারগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ রুটগুলির মধ্যে অন্যতম। কুমারগঞ্জ ব্লকের গ্রামগুলি থেকে এই একটি রাস্তা ধরে পতিরাম, বালুরঘাট, হিলি কিংবা গঙ্গারামপুর হয়ে জেলার বাইরে যাওয়া যায়। ব্যস্ত এই রুটে দুর্ঘটনা রুখতে বেশিরভাগ মোড়ে স্পিড ব্রেকার লাগানো হয়েছিল। বাসিন্দাদের অভিযোগ, প্রায় দু’বছর ট্র্যাফিক পুলিসের তরফে ওই স্পিড ব্রেকার সংস্কার করা হয় না। এমনকী রং করে সেগুলির দৃশ্যমানতা বাড়ানোর ব্যবস্থাও করা হয়নি। 

    পতিরাম পেরিয়েই ইছামতী, বড়ম হাইস্কুল, গোবিন্দপুর মোড়ে স্পিড ব্রেকারগুলি ভেঙে রয়েছে। অন্যদিকে, কুমারগঞ্জ বিডিও অফিস, বরাহার মোড়ে ও অন্যান্য জায়গায় স্পিড ব্রেকারগুলি ভেঙে গর্ত হয়েছে। এছাড়া কুমারগঞ্জ ব্লক গ্রামীণ হাসপাতালের সামনে রাস্তার উপরে স্পিড ব্রেকার দেখা যায় না। যা নিয়ে ক্ষোভ বাড়ছে পতিরাম ও কুমারগঞ্জে।

    কুমারগঞ্জের প্রিয়তোষ দাসের কথায়, পতিরাম থেকে কুমারগঞ্জ যেতে বহু স্পিড ব্রেকার পার হতে হয়। কিন্তু সেগুলি দিয়ে এখন আর গতি নিয়ন্ত্রণ হয় না। বরং ওই স্পিড ব্রেকারের গর্তে চাকা পড়লেই পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। রাতে খুব সাবধানে চালাতে হয়। বিডিও অফিসের সামনে গর্ত হয়ে থাকলেও সারানোর উদ্যোগ নেওয়া হয় না।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)