• মমতার নির্দেশে সাইকেলে জনসংযোগ পার্থপ্রতিমের
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাইকেলে সওয়ার হয়ে দলের নেতাদের গ্রামে গ্রামে জনসংযোগের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। একুশের মঞ্চ থেকে দেওয়া বার্তাই অক্ষরে অক্ষরে পালন করতে নেমে পড়঩লেন তৃণমূল নেতারা। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যমুখপাত্র পার্থপ্রতিম রায় সাইকেলে চেপে জনসংযোগ শুরু করলেন। বুধবার দুপুরে তিনি কোচবিহারের টাকাগাছ এলাকায় সাইকেলে চেপে প্রায় চার-পাঁচ কিমি পথ পাড়ি দেন। বিভিন্ন স্থানীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন। স্থানীয় মানুষের সঙ্গেও জনসংযোগ করেন। তাদের সমস্যা জেনে নেন। 

    দীর্ঘদিন থেকেই তৃণমূলের অধিকাংশ নেতা বড় বড় গাড়ি ছাড়া চলাচল করেন না। দলের কর্মসূচিও বড় গাড়িতেই আসেন। গ্রামের মানুষের কাছে তা দৃষ্টিকটূ লাগে। যার প্রভাব পড়ে ভোটবাক্সেও। এবার মুখ্যমন্ত্রীর বার্তার পর নেতাদের মধ্যেও বিষয়টি নিয়ে তৎপর হতে দেখা গেলে। পার্থপ্রতিম বলেন, নেত্রী যে পথ বাতলে দেন, তা আমরা জেলায় এসে কার্যকর করি। তারই অঙ্গ হিসেবে সাইকেল যাত্রা করলাম। জনসংযোগ আমরা সারাবছরই করি। কিন্তু দিদি যা বলে দিয়েছেন তা বেশি কার্যকরি। তাই সাইকেল নিয়ে রাস্তায় নামলাম। সপ্তাহে একদিন করে সাইকেলে জনসংযোগ করব।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)