নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বুধবার কোচবিহারের রাইস এডুকেশনের পুরনো সেন্টার স্থানান্তরিত হল কেশব রোডে। রাজবাড়ি স্টেডিয়ামের উল্টো দিকে অবস্থিত রাইস এডুকেশনের এই নতুন সেন্টারের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান প্রফেসর ডঃ সমিত রায়। পুরনো জায়গায় স্থানাভাব ছিল। তাই নতুন জায়গায় সেন্টারটি নিয়ে আসা হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। এদিন সকাল ১০টায় নতুন শাখার উদ্বোধনের সময় প্রচুর চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও উপস্থিত ছিলেন। রীতিমতো ক্লাস শুরু হয়ে গিয়েছে সেখানে। কর্মরতরাও যাতে পড়াশোনা করতে পারেন, তারজন্য শনি ও রবিবারও এখানে ক্লাস হবে বলে জানা গিয়েছে।
সংস্থার চেয়ারম্যান ডঃ সমিত রায় বলেন, কোচবিহারে রাইসের শাখা অনেক আগে থেকেই ছিল। প্রশিক্ষণ নিয়ে কয়েকশো ছাত্রছাত্রী রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন অফিসে যোগ দিয়েছেন। পুরনো জায়গায় স্থানাভাব ছিল। লাইব্রেরিতে পড়াশোনা করার সমস্যা ছিল। ছাত্রছাত্রীরা যাতে আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ক্লাস করতে পারেন, লাইব্রেরিতে আরও বেশি সময় কাটাতে পারেন এবং আমরা যাতে আরও উৎকর্ষ মানের পরিষেবা দিতে পারি তারজন্য শাখাটিকে স্থানান্তরিত করা হল। এই পরিবেষা আগামীদিনে যাঁরা প্রস্তুতি নেবেন তাঁদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।