ভুল করে থাকলে ক্ষমা করবেন, বাসিন্দাদের দরজায় কাউন্সিলার
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: মানুষের কাছে যেতে হবে। ভুল হয়ে থাকলে ক্ষমা চাইতে হবে জনগণের কাছে। বারবার সেকথা নেতা, কর্মীদের মনে করিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফের একবার সেই বার্তা দিয়েছেন তিনি।
নেত্রীর কথা যেন অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করছেন পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মা।
মালদহের উত্তর এবং দক্ষিণ মালদহ দু’টি লোকসভা কেন্দ্রে জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই প্রসঙ্গ টেনে আক্ষেপ করেছিলেন মমতা। বলেছিলেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। বলবেন, আপনাদের বিশ্বাস অর্জন করতে পরিনি। আমাদের ক্ষমা করে দেবেন।
ওই নির্দেশ মেনে বুধবার সকালে কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মা হাতে মমতার ছবি নিয়ে সরাসরি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যান। সঙ্গে দলীয় কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁরা হাতজোড় করে মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। পরিষেবা থেকে বঞ্চিত হলে দ্রুত জানানোর বার্তাও দিয়েছেন কাউন্সিলার।
পাশাপাশি, কেন্দ্রীয় বাজেটে বাংলা ফের বঞ্চনার শিকার হয়েছে, সেই তথ্যও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তৃণমূল নেতা, কর্মীরা। শত্রুঘ্ন বলেন, শহিদ দিবসের মঞ্চ থেকে নেত্রী একাধিক নির্দেশ দিয়েছেন। উত্তর মালদহ কেন্দ্রে আমরা হেরেছি। নেত্রীর নির্দেশ মেনে পরাজয় স্বীকার করার জন্য মানুষের দরজায় দরজায় ঘুরেছি। ক্ষমা চেয়েছি তাঁদের কাছে। উন্নয়নমূলক পরিষেবা থেকে বঞ্চিত হলে জানানোর কথা বলা হয়েছে।
এদিন ৭ নম্বর ওয়ার্ডের রাজীব চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলার। রাজীব বলেন, দরজায় কাউন্সিলার এসেছিলেন। তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। কী ভুল করেছেন, কোন পরিষেবা দিতে পারেননি, এসব জানতে চেয়েছিলেন। বাসিন্দাদের অভিযোগ, সমস্যা জানার চেষ্টাও করছিলেন তিনি। তবে, স্থানীয় কাউন্সিলার সবসময় সহযোগিতা করেন। আমার মনে হয়, পুরসভার জনপ্রতিনিধিদের আরও জনসংয়োগ বাড়াতে হবে। মানুষের পাশে থাকতে হবে। আমরাও তাঁদরে সবরকমভাবে সাহায্য করব।
কেন্দ্রীয় বাজেট নিয়েও কাউন্সিলার বার্তা দেন বাসিন্দাদের। তিনি বলেন, বিজেপি সরকারের বাজেটে বাংলা বঞ্চিত। আমরা ধর্মীয় মেরুকরণের জন্য মালদহে হেরেছি। উন্নয়নের নিরিখে ভোট হয়নি।
কাউন্সিলারের বক্তব্য প্রসঙ্গে পুরাতন মালদহ বিজেপির নগর মণ্ডলের সম্পাদক বিজন পোদ্দার বলেন, বাজেট নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে। সব ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হয়েছে। পুরসভার পরিষেবা ভালো নয়। অনেকেই সুবিধা থেকে বঞ্চিত। এসব হচ্ছে লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বাসিন্দাদের কাছে পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মা। - নিজস্ব চিত্র।