• কামাখ্যাগুড়িতে উড়ালপুল তৈরি করতে পরিদর্শনে রেল ও পূর্তদপ্তরের কর্তারা
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে রেলের উড়ালপুল তৈরির বিষয়ে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। বুধবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির ঘোড়ামারা রেলগেটে রেল ও পূর্তদপ্তর যৌথভাবে পরিদর্শন করে। এদিন দুপুরে রেলের উচ্চপদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়াররা কামাখ্যাগুড়িতে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন পূর্তদপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। গত ১২ জুলাই কামাখ্যাগুড়িতে এসেছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। তিনি কামাখ্যাগুড়িতে রেলের উড়ালপুল তৈরি না হওয়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করেন। এর কিছুদিনের মধ্যেই রেল ও পূর্তদপ্তর যৌথভাবে উড়ালপুল তৈরির স্থান পরিদর্শন করায় খুশির হাওয়া এলাকায়।
  • Link to this news (বর্তমান)