• ফাঁসিরঘাটে সেতুর দাবিতে সংসদে সরব হবেন জগদীশ
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: ফাঁসিরঘাটে তোর্সায় সেতু নির্মাণ নিয়ে আগামী ৫ আগস্ট সংসদে সোচ্চার হবেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। লোকসভার স্পিকারের কাছে এবিষয়ে চিঠি দিয়েছেন তিনি। ৫ আগস্ট এই বিষয়ে বলার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে কোচবিহারে স্পোর্টস হাব তৈরির অবস্থা কী রয়েছে, সে বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। কোচবিহারের সাংসদ বলেন, ৫ আগস্ট ফাঁসিরঘাটে তোর্সায় সেতু নির্মাণ বিষয় নিয়ে সংসদে আলোচনা করব।
  • Link to this news (বর্তমান)