মোটর বিকল, রিজার্ভার থাকলেও জল আসে না গোঁসাইরহাট বাজারে
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচির গোঁসাইরহাট বাজারের গোরুহাটিতে রিজার্ভার থাকলেও মিলছে না পানীয় জল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোটর বিকল থাকায় জল অমিল। এর জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দা সহ ব্যবসায়ীরা। বুধ ও শনিবার সাপ্তাহিক হাট বসে গোঁসাইরহাটে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা হাটে কেনাকাটা করতে ভিড় করেন। কোচবিহার জেলা পরিষদের অর্থে গোঁসাইরহাট বাজারের গোরুহাটিতে ২০১৭ সালে রিজার্ভার তৈরি করা হয়। সৌরবিদ্যুৎ চালিত মোটর বসানো হয়েছিল। প্রথম দিকে কয়েকমাস জল পেলেও পরে সেই মোটর বিকল হয়ে যায়। এনিয়ে ব্যবসায়ী ও বাসিন্দারা প্রশাসনের কাছে একাধিকবার মেরামতের দাবি জানালেও এনিয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হয়নি বলে অভিযোগ।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে রিজার্ভার থেকে জল মিলছে না। হাটের দিন গোরু কেনাবেচা হয়। এছাড়াও পাশে রয়েছে ধানহাটি। রিজার্ভার থেকে জল না মেলায় ব্যবসায়ী সহ ক্রেতাদের সমস্যা হচ্ছে। দ্রুত যাতে জলের ব্যবস্থা করা যায়, সেই আর্জি রাখা হয়েছে প্রশাসনের কাছে। ব্যবসায়ী প্রশান্ত বর্মন বলেন, দূরদূরান্ত থেকে ক্রেতারা এলেও জল পান না। আমরা চাই, দ্রুত জলের ব্যবস্থা করুক প্রশাসন।
এবিষয়ে গোঁসাইরহাট পঞ্চায়েতের প্রধান কনকচন্দ্র বর্মন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে জেলা পরিষদের নজরে আনা হবে। স্থানীয় জেলা পরিষদের সদস্য শেফালী বর্মন বলেন, বিষয়টি আমাকে কেউ জানাননি। দ্রুত সমস্যার সমাধান করতে উদ্যোগ নেওয়া হবে।