• ২৪ টাকা কেজিতে আলু মিলছে দিনহাটায়
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের হিসেবে পড়ছে টান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিনহাটাজুড়েই চলছে টাস্ক ফোর্সের  বিশেষ অভিযান। এরই পাশাপাশি ন্যায্য মূল্যে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার থেকেই দিনহাটা শহরের শুরু হয়েছে বাজার থেকে কম মূল্যে আলু বিক্রি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিশেষ উদ্যোগে এই পদক্ষেপ বলে জানিয়েছে দিনহাটা পুরসভা। আজ, বৃহস্পতিবার থেকে শহরের আরও চার জায়গায় আলু বিক্রয় কেন্দ্র খোলা হবে। দিনহাটা-১ ব্লকের একাধিক গ্রামীণ বাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ন্যায্য মূল্যে আলু বিক্রি করছেন। ২৪ টাকা কেজি দরে আলু পেয়ে খুশি শহরবাসী। সংশ্লিষ্ট স্টলগুলিতে আলু কিনতে লম্বা লাইন পড়ছে। 

    দিনহাটা শহরের বাসিন্দা শ্যামল বর্মন বলেন, বাজারে যেখানে আলুর কেজি ৩০-৩৫ টাকা, পুরসভার উদ্যোগে ২৪ টাকায় আলু বিক্রি হচ্ছে। দুই কেজি আলু কিনেছি। তৃণমূল কংগ্রেস শাসিত দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন, দিনহাটা শহরের স্বল্পমূল্যে আলু বিক্রির ব্যাপারে মন্ত্রী উদয়ন গুহ বিশেষ উদ্যোগ নিয়েছেন। পুরসভার ব্যবস্থাপনায় বুধবার থেকে দু’টি আলু বিক্রিয় কেন্দ্র খোলা হয়েছে শহরে। এই দুটি কেন্দ্র ছড়াও বৃহস্পতিবার শহরের আরও চার জায়গায় আলু বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিনহাটা-১ এর বিডিও গঙ্গা ছেত্রী বলেন, ব্লকের দু’টি গ্রামীণ বাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আলু, কাঁচালঙ্কা বিক্রি করছেন। ভালো সাড়া পাচ্ছি আমরা। 

    আলুর ঊর্ধ্বমুখী দাম ঠেকাতে একাধিক কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। তবুও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একাধিক জায়গায় খোলা বাজারে ৩০-৪০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এবারে প্রশাসনিক অভিযানের পাশাপাশি ন্যায্য মূল্যে আলু বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে আলু বিক্রি করা হচ্ছে শহরে ও গ্রামে। দিনহাটা শহরের পাঁচমাথা মোড় ও হেমন্ত বসু কর্নারে আলু বিক্রয় কেন্দ্র খোলা হয় এদিন। দিনহাটা-১ ব্লকের নিগমনগর বাজার সহ আরও কয়েকটি বাজারে সরকারি উদ্যোগে আলু বিক্রি হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)