সংবাদদাতা, পতিরাম: মৃতদেহ নিয়ে যেতে সমস্যায় পড়েন পতিরামবাসী। তাই টোটো কিনে মৃতদেহ বহনকারী গাড়ি বানিয়ে ফেলল পতিরাম গ্রাম পঞ্চায়েত। প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয়ে ওই গাড়িটি বানানো হয়েছে। তবে ওই গাড়িটির উদ্বোধন হবে আগস্টে পতিরাম গ্রাম পঞ্চায়েতের এক বছর পূর্তি অনুষ্ঠানের সময়। তখন আবর্জনা বহনকারী গাড়ি, জলের ট্যাঙ্কার এবং সেসপুল পরিষেবা চালু করবে পঞ্চায়েত। সবমিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার পরিষেবা দেওয়া হবে। পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ বলেন, আমাদের এই এলাকায় মৃতদেহ বহনকারী গাড়ি ছিল না। ফলে ওই গাড়িটি আনা হয়েছে। আগামী মাসেই আমাদের পঞ্চায়েতের এক বছর পূর্তি। সেদিন আরও বেশকিছু পরিষেবা চালু করব। আমাদের ধারণা, জেলায় এমন পরিষেবা খুব কম গ্রাম পঞ্চায়েতেই রয়েছে। পতিরাম পঞ্চায়েতের এক বছর পূর্তি উপলক্ষ্যে আগস্টের ৯ তারিখ অনুষ্ঠান হওয়ার কথা। ওই দিন চারটি পরিষেবা চালু করবে পঞ্চায়েত।