• রাতে ঘরে ঢুকে যুবককে এলোপাথাড়ি হাঁসুয়ার কোপ, চাঞ্চল্য রতুয়া
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়ায় নিজের বাড়িতে এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। বুধবার সকালে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

    মৃতের নাম ছোটন মাঝি (২৮)। অভিযুক্ত যুবক সাগর মণ্ডল পলাতক। তার খোঁজে পুলিস তল্লাশি চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবক ছোটনের বাড়িতে গিয়ে তাঁকে হাঁসুয়ার কোপ মারে। এলোপাথাড়ি কুপিয়ে সে পালিয়ে যায়।

    পরিবারের সদস্যরা জখম অবস্থায় ছোটনকে রতুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এদিন ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃতের ময়নাতদন্ত করা হয়েছে।

    মৃত যুবকের বাবা গোপেন বলেন, মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, এমন সময় অভিযুক্ত সাগর আমাদের বাড়ি এসে আমার ছেলের ঘরে ঢোকে।

    আমি তখন ঘুমাতে নিজের ঘরে চলে যাই। কিছুক্ষণ পরে ছেলের চিৎকার শুনে তার ঘরে ছুটে গিয়ে দেখি সাগর হাঁসুয়ার এলোপাথাড়ি কোপ মারছে। আমি বাধা দিতে গেলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসার আগেই অভিযুক্ত পালিয়ে যায়।

    মৃত যুবকের দিদি মণি মাঝি বলেন,আমার ভাইয়ের সঙ্গে অভিযুক্ত যুবকের কোনও বিবাদ ছিল না। কোনও আর্থিক লেনদেনও ছিল না। অভিযুক্ত যুবকের বাবার সঙ্গে বহুদিন আগে একটা ঝামেলা হয়েছিল। কিন্তু তা মিটেও যায়। এখন কেন ভাইকে খুন করল ও, বুঝতে পারছি না। 

    মালদহের পুলিস সুপার প্রদীপকুমার যাদব বলেন, মৃতের পরিবার এক যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে পুলিস তল্লাশি চালাচ্ছে।
  • Link to this news (বর্তমান)