• শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে নারাজ চোরের বেশে হুমকি চিঠি পুত্রবধূর
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: চুরি করতে এসে ছেলে ও বউমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে চিঠি রেখে গিয়েছিল চোর। মঙ্গলবার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই রহস্য তৈরি হয়েছিল। পুলিস তদন্তে নামতেই সব সত্য বেরিয়ে গেল।

    শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতে নারাজ পুত্রবধূ। স্বামীকে কিছুতেই ঘর ছাড়ার জন্য ম্যানেজ করতে পারছিলেন না। সেজন্য ফন্দি এঁটে বাড়িতে সেই হুমকি চিঠি রেখেছিলেন তিনি। চিঠির ভয়ে শ্বশুর-শাশুড়ি স্বামী সহ বাড়ি থেকে চলে যেতে বললেই উদ্দেশ্য সফল হতো বধূর। 

    ধূপগুড়ির মাগুরমারি-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম এলাকায় গৌতম সরকারের বাড়িতে মঙ্গলবার চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা দেখেন বাড়ি থেকে এক ভরি সোনার গয়না, নগদ টাকা চুরি গিয়েছে। এবং সেখানে একটি হুমকি চিঠি দেওয়া। তাতে লেখা রয়েছে, লোকসভা নির্বাচনে জায়গা মতো ভোট দেননি। তাই ছেলে-বউকে বাড়ি ছেড়ে চলে যেতে বলুন। না হলে ওদের দু’জনকে প্রাণে মেরে ফেলা হবে। তিনদিনের মধ্যে ছেলে-বউকে ঘর থেকে চলে যেতে বলুন। ঘটনাটি নিয়ে শ্বশুর যে পুলিসে অভিযোগ দায়ের করবেন, তা ভাবতেই পারিনি পুত্রবধূ। ঘটনায় পুলিস তদন্তে নামার পর পুত্রবধূর টনক নড়ে। ভয়ে ভয়ে ছিলেন এই দু’দিন। 

    ছ’মাস আগে বিশ্বজিৎ সরকারের ছেলের বিয়ে হয়। তারপরেই শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে বনিবনা নিয়ে সমস্যা তৈরি হয় বধূর। প্রায়ই নানা অজুহাত তুলতেন। তাদের সঙ্গে থাকতে চান না বলে জানিয়েদেন। গৌতম সরকার বলেন, এই ঘটনাটি আমাদের পরিবারের সদস্য একজন ঘটিয়েছে। তার মুচলেকা পুলিসকে দিয়েছি। ঘটনা জানাজানি হওয়ার পর লজ্জায় পড়ে গিয়েছেন ওই বধূ। আলোচনার মাধ্যমেই বাড়ির সমস্যা সমাধান সম্ভব। এই জন্য চিঠি দিয়ে বাড়ির লোকের মনে আতঙ্ক তৈরির কারণ ছিল না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
  • Link to this news (বর্তমান)