• দাতা এনেও মিলছে না রক্ত, সুপারকে অভিযোগ
    বর্তমান | ২৫ জুলাই ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: রক্তসঙ্কট দক্ষিণ দিনাজপুর জেলায়। গুরুতর অসুস্থ রোগীর জন্য রক্তদাতা আনলেও ২৪ ঘণ্টা পর মিলছে রক্ত। এমন অভিযোগে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।

    অভিযোগ,  গুরুতর অসুস্থ এক বৃদ্ধকে ভর্তি করা হলে তাঁর রক্তের প্রয়োজন হয়। এদিকে ব্লাড ব্যাঙ্কে পজিটিভ রক্ত ছিল না। অনেক খোঁজাখুঁজি করে একজন ডোনারকে হাসপাতালে এনে রক্ত দেওয়া হয়। সকাল ১০টায় রক্ত দিলেও ২৪ ঘণ্টা পর দেওয়া হবে বলে এক নার্স জানান।  নার্সদের এই বক্তব্যের বিরুদ্ধে সুপারের দ্বারস্থ হয়েছেন কুমারগঞ্জের বাসিন্দা মিজানুর রহমান। যদিও পরে সুপারের হস্তক্ষেপে রক্ত পেয়েছে ওই রোগী।

    মিজানুর বলেন, গত ২৩ জুলাই সকালে বাবার জন্য এক বোতল রক্ত নিতে  ব্লাড ব্যাঙ্কে গেলে সেখানে রক্তদাতা নিয়ে আসতে বলা হয়। অনেক কষ্টে সকাল দশটায় একজন ডোনার নিয়ে গিয়েছিলাম। রক্ত দেওয়া হলে ব্লাড ব্যাঙ্কে  কর্তব্যরত নার্স ছোট কাগজে সিল মেরে সই করতে বলেন। তিনি ২৪ ঘণ্টা পর রক্ত নিতে আসতে বলেছিলেন। কিন্তু আমার বাবার দ্রুত রক্তের প্রয়োজন ছিল। রক্ত দেওয়ার পরও কেন ২৪ ঘণ্টা পর পাওয়া যাবে, তা নিয়ে সুপারকে লিখিত অভিযোগ করেছি। 

    সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ভাঁড়ার  শূন্য। ব্লাডব্যাঙ্কের কর্মীও কম। তাই রোগীর আত্মীয়রা যে রক্তদাতা আনছেন, সেই রক্ত প্রস্তুত করেই রোগীর জন্য দেওয়া হচ্ছে। সেজন্যই দেরি হচ্ছে। তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
  • Link to this news (বর্তমান)