প্রমাণ ছাড়াই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিঙ্গল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ, মমতার তরফে কলকাতা হাইকোর্টে দাবি
বর্তমান | ২৫ জুলাই ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা রাজ্যপালের মানহানি মামলায় কোনও প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বুধবার সেখানকার ডিভিশন বেঞ্চে এই দাবি করলেন মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে মুখ্যমন্ত্রীর আইনজীবীর আরও দাবি, অন্তর্বর্তী নির্দেশ দিতে গিয়ে মানহানি করা হয়েছে এমন কোনও পর্যবেক্ষণ না করেই ওই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জনগণের স্বার্থেই ওই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের উদ্দেশে তাঁর কোনও মন্তব্যই মানহানিকর নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে মানহানি হয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি। তারপরও অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ।’
অন্যদিকে, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও মানহানিকর মন্তব্য করেননি বলে দাবি করেন তাঁর আইনজীবী। তাঁর আইনজীবী জয়ন্ত মিত্র দাবি করেন, ‘আমার মক্কেল সংবাদমাধ্যমে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি রাজভবনে যেতে ভয় পাচ্ছি। বিধানসভাতেই আমার শপথ গ্রহণ করানো হোক। এটা কীভাবে মানহানি হতে পারে? কোনও ব্যক্তির রাজভবনে যেতে ভয় পাওয়ার কারণে কি মানহানি হতে পারে?’ এদিন শুনানি শেষ হয়নি। ফের শুনানির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার।